বইমেলায় শিশু দিবস, কচিকাঁচাদের হাতে উঠল ‘পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান’
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শুরু হয়েছে ৪৭তম অন্তর্জাতিক কলকাতা বইমেলা। রবিবার বইমেলার মাঠেই উদযাপিত হল শিশু দিবস। ছোটদের একেবারে শুরু থেকেই বইমুখী করার প্রয়াস নিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। বিগত কয়েক বছর ধরেই বইমেলার প্রথম রবিবার পালিত হয় শিশু দিবস।
৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথম রবিবার খুদে পাঠকদের হাতে তুলে দেওয়া হল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান। খবর মিলেছে, উপহার হিসেবে শিশুদের হাতে তুলে দেওয়ার জন্য প্রায় ১০ হাজার বই ছাপানো হয়েছিল। বিকেল ৪টা থেকে ছিল অনুষ্ঠান। দুপুর গড়াতেই গিল্ড হাউসের সামনে ভিড় বাড়তে থাকে। বইমেলায় এসে বই উপহার পেয়ে বেজায় খুশি ছোটরা। ছোটদের হাতে বই তুলে দিচ্ছিলেন সাহিত্যিক অমর মিত্র, প্রচেত গুপ্ত, হিমাদ্রিকিশোর দাসগুপ্তেরা। হাজির ছিলেন গিল্ডের দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশুশেখর দে।