রাজ্য বিভাগে ফিরে যান

শীতের ব্যাটিং অব্যাহত, আজ শীতলতম দিন রাজ্যে

January 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় আর বৃষ্টি হবে না। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এই ক’দিন। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের রেশ প্রচুর বাড়বে। অন্য দিকে, উত্তরবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস। দার্জিলিঙে আজ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা।

আজ সোমবার সারা দিনে রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২০ ডিগ্রি এবং ১২ ডিগ্রি থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cold waves, #West Bengal, #Winter, #Weather Update, #Winter season

আরো দেখুন