সরযূর তীরে নরেন্দ্রবন্দনা, অযোধ্যাজুড়ে কেবলই মোদীর কাটআউট, প্রচার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা অযোধ্যাজুড়ে কেবল মোদীর প্রচার, বিশাল বিশাল ফ্লেক্স, কাটআউটে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। রামঘাট হল্ট স্টেশন থেকে সরযূর দিকে এগতেই বদলে যাচ্ছে ছবি। রামরাজ্যজুড়েই নরেন্দ্র মোদীর ব্যক্তিপ্রচার চলছে। জয়ধ্বনি উঠছে, ‘অব কি বার হিন্দু সরকার’।
গোটা শহর ছেয়ে গিয়েছে বিজ্ঞাপনে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, যেন নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা চলছে। মোদীর প্রতিশ্রুতি, গ্যারান্টির অন্ত নেই, কোন প্রকল্পের কত খরচ সে’সব খতিয়ান তুলে ধরা হচ্ছে। লতা মঙ্গেশকর চকে তানপুরার নীচে মোদি হাত নাড়ছেন, প্রচারে দাবি করা হচ্ছে এয়ারপোর্ট তিনিই করেছেন। এক কথায়, মন্দিরের প্রচারকেও ছাপিয়ে গিয়েছেন মোদী।
বেনজিরভাবে কোনও বেসরকারি ট্রাস্টের মন্দির উদ্বোধনে কেন্দ্রীয় সরকার ছুটি ঘোষণা করেছে। দেশের বিভিন্ন প্রান্তের সাধু-সন্ন্যাসীরা থাকছেন। বিনোদনজগৎ, ক্রীড়াজগতের তাবড় তারকা থেকে শুরু করে সেলেব্রিটি, রাজনীতিবিদরাও হাজির থাকছেন উদ্বোধনে। সাফ কথায়, আজ অযোধ্যায় মেগা শো। কার্যত যাকে সিঙ্গল শো বানিয়ে ভোট ময়দানে ফায়দা তুলতে চাইছেন মোদী।