বিনোদন বিভাগে ফিরে যান

সত্যেন বসু: ভারতীয় সিনেমায় প্রথম কিশোরদের গল্প বলা পরিচালক কি তিনিই?

January 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি পরিচালক সত্যেন বসুর আজ জন্মদিন। সত্যেন বসু, নিজে থিয়েটারের লোক হয়েও বেছে নিয়েছিলেন ফিল্ম মাধ্যমকে। ১৯৪৮ সাল, ব্যাঙ্ক চাকরি করে যা জমেছিল সেই জমানো টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে মিলে সত্যেন নেমে পড়েছিলেন সিনেমা বানাতে। তৈরি হয়েছিল ‘ন্যাশন্যাল প্রোগ্রেসিভ পিকচার্স’।

ভুলি নাই-র পর প্রোডাকশন হাউসের দ্বিতীয় ছবি বানাতে নেমে পড়েছিলেন সত্যেন। ফিল্মের নাম পরিবর্তন। ১৯৪৯-র সিনেমা। বোর্ডিং স্কুলে কিশোরদের বেড়ে ওঠার নিয়েই ছবি। প্রথম কিশোর চলচ্চিত্র হিসেবে চলচ্চিত্রের ইতিহাসে ঠাঁই পেয়েছে ছবিটি। ছবিতে পরিচালনার পাশাপাশি সত্যেনবাবু অভিনয়ও করেছিলেন। ছবির সুরকার ছিলেন সলিল চৌধুরী, গীতিকার ছিলেন কবি বিমলচন্দ্র ঘোষ, সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে কাজ করেছিলেন বিখ্যাত চিত্রপরিচালক তপন সিনহা। এই ছবি হিন্দিতেও তৈরি হয়েছিল। নাম ছিল জাগৃতি, সত্যেন বসুর পরিচালনায় মুক্তি পেয়েছিল ১৯৫৪ সালে।

পরের ছবি ছিল ‘বরযাত্রী’ (১৯৫১), কমেডি ছবির দুনিয়ায় ‘বরযাত্রী’ ক্লাসিকের মর্যাদা পেয়েছে।
এছাড়াও চলতি কা নাম গাড়ি, রিকশাওয়ালা (১৯৫৫), বন্দী (১৯৫৭), দোস্তি (১৯৬৪), আউর দিন (১৯৬৭), মাসুম (১৯৬০), আসরা (১৯৬৬), অয়াপস (১৯৬৯), আনোখী পহেচান (১৯৭২), সাঁচ কো আঁচ নেহি (১৯৭৯), কায়া পলট (১৯৮৩) ওহ দিন আয়েগা (১৯৮৭)।

TwitterFacebookWhatsAppEmailShare

#film director, #birth anniversary, #Satyen Bose

আরো দেখুন