বিবিধ বিভাগে ফিরে যান

গাছের বিয়ে! জানেন কোথায় হল অশ্বত্থ-বটের শুভ পরিণয়?

January 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রমশ বিপন্ন হচ্ছে সবুজ, কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। এবার পরিবেশ বাঁচাতে গাছ বাঁচানোর বার্তা দিতে আদি গঙ্গার ধারে বারুইপুরের সদাব্রতঘাটে বট গাছের সঙ্গে অশ্বত্থ গাছের বিবাহের আয়োজন করা হল। রীতি মেনে বিয়ে হল, নান্দীমুখ, গায়ে হলুদ, যজ্ঞ সব হল। সানাই বাজল। ১১ জন ব্রাহ্মণ মন্ত্র পড়লেন। গঙ্গার পাড়ে বসল বিবাহ বাসর।

আয়োজকরা বলছেন, বৃক্ষরোপণের বার্তা দিতেই গাছের বিয়ের আয়োজন, উদ্দেশ্য সচেতনতা বাড়ানো। সকাল সকাল স্থানীয় গৃহবধূরা হাজির হন। সদাব্রতঘাট থেকে আনা হয় জল। গায়ে হলুদ হয়। হলুদ পাড়ের শাড়ি পড়ে গৃহবধূরা সব আয়োজন করেন। বটগাছটিকে শাড়ি পরানো হয়। অশ্বত্থ গাছকে পরানো হয় ধুতি। কেউ ছিলেন বর পক্ষের, আবার কেউ কেউ কনে পক্ষের লোক। বিয়ের তত্ত্বও ছিল, তত্ত্বে গামছা, শাড়ি ইত্যাদি সাজিয়ে নিয়ে আসা হয়েছিল। ভূরিভোজের আয়োজনও ছিল। পোলাও, আলুর দম, চাটনি খাওয়ানো হয়। প্রায় চার হাজার মানুষ এসেছিলেন বলেই জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#banyan tree, #Ashwotto tree, #Tree marriage

আরো দেখুন