ODI-তে ২০২৩-র সেরা একাদশ বাছল ICC, ভারত থেকে ঠাঁই পেলেন কারা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরুষদের এক দিবসীয় ক্রিকেটে ২০২৩ সালের সেরা একাদশ বেছে নিল আইসিসি। সেই তালিকায় ঠাঁই পেল ভারতের ছয় ক্রিকেটার। ২০২৩ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের দুই ক্রিকেটার জায়গা পেলেন সেরা একাদশে।
২০২৩ সালে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত-অস্ট্রেলিয়া। দুই দল থেকে আট জন ক্রিকেটারকে সেরা একাদশে রাখল আইসিসি। আইসিসির সেরা একাদশের অধিনায়ক ভারতের রোহিত শর্মা। শুভমন ও রোহিত, ভারতের দুই ওপেনারকেই রেখেছে আইসিসি। অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের নায়ক ট্রেভিস হেডকে রাখা হয়েছে তিন নম্বরে। চার নম্বরে রয়েছেন এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার বিরাট কোহলি।
মিডল অর্ডার রয়েছেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল এবং দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। সেরা একাদশে রয়েছেন চার জন বোলার। তার মধ্যে দু’জন স্পিনার এবং দু’জন পেসার। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকে স্পিনের দায়িত্বে রেখেছে আইসিসি। সেই সঙ্গে রয়েছেন তিন ভারতীয় বোলার, স্পিনার কুলদীপ যাদব এবং দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। শামি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী।
এক নজরে সেরা একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক)
শুভমন গিল
ট্রেভিস হেড
বিরাট কোহলি
ড্যারিল মিচেল
হেনরিখ ক্লাসেন
মার্কো জানসেন
অ্যাডাম জাম্পা
মহম্মদ সিরাজ
কুলদীপি যাদব
মহম্মদ শামি।