বিনোদন বিভাগে ফিরে যান

বলিউডে Comeback প্রীতি জিন্টার? কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

January 25, 2024 | 2 min read

প্রীতি জিন্টা, ছবি সৌজন্যে: instagram/@realpz

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল সে ছবিতে কিং খানের বিপরীতে বলিউডে পা রেখেছিলেন প্রীতি জিন্টা। তারপর হৃতিক রোশন, আমির খান, সলমন খান, শাহরুখ খানের মতো তারকাদের বিপরীতে একের পর ছবিতে কাজ করেছেন তিনি।

‘সোলজার’, ‘কই মিল গ্যায়া’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’, ‘বীর জারা’-র মতো ছবিতে অভিনয় করেছেন প্রীতি। তারপর প্রায় দেড় দশক সেভাবে পর্দায় দেখা যায়নি তাঁকে। এবার শোনা যাচ্ছে ফের পর্দায় ফিরতে চলেছেন প্রীতি।

প্রীতি জিন্টা, ছবি সৌজন্যে: instagram/@realpz

মুম্বইয়ের এক স্টুডিয়োর বাইরেও দেখা গিয়েছে তাঁকে। জোর গুঞ্জন, ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমেই নাকি পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রীতি। সেখানে সানি দেওলের বিপরীতে দেখা যাবে প্রীতিকে। ছবির লুক টেস্টের জন্যই নাকি দেশে এসেছেন অভিনেত্রী।

প্রীতি জিন্টা, ছবি সৌজন্যে: instagram/@realpz

সানি-প্রীতি জুটিকে এর আগে ‘হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে। সদ্যই ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে কামব্যাক করেছেন সানি। আমির খানের প্রযোজনাতেই তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ ছবিটি, হয়ত তাতেই কামব্যাক হবে প্রীতি জিন্টার।

প্রীতি জিন্টা, ছবি সৌজন্যে: instagram/@realpz
TwitterFacebookWhatsAppEmailShare

#Preity Zinta, #sunny deol, #come back. movie, #Bollywood

আরো দেখুন