ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড, নিজামের শহরে চালকের আসনে রোহিতরা
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রথমদিনেই সাজঘরে ফিরল এগারোজন ব্রিটিশ ব্যাটার। হায়দ্রাবাদ টেস্টে চালকের আসনে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ২৪৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে ভারত দিনের শেষে এক উইকেট হারিয়ে তুলল ১১৯ রান।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভারতের পেসাররা প্রথমে খুব একটা সুবিধা করতে পারেননি। কিন্তু স্পিনারা বল ঘোরাতেই ইংরেজ ব্যাটারদের অবস্থা কার্যত কাহিল হয়ে পড়ে। উপ্পল স্টেডিয়ামের বাইশ গজ যে স্পিন সহায়ক, তা খেলার প্রথম দিনেই পরিষ্কার হয়ে গিয়েছে। যশপ্রীত বুমরা দুই উইকেট নিয়েছেন। রবীন্দর জাদেজা তিন উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনও তিনটি উইকেট পেয়েছেন। অক্ষর প্যাটেল পেয়েছেন দুই উইকেট।
ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক বেন স্টোকস। ৭০ রানের ইনিংস খেলে বুমরার বলে বোল্ড হয়েছেন তিনি। জো রুট ২৯, জনি বেয়ারস্টোক ৩৭ করেন। জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে ব্যাট করলেন ভারতের ব্যাটাররা। ওপেনার যশস্বী জয়সওয়াল ৭০ বলে ৭৬ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে আছেন শুভমন গিল। তিনি ১৪ রানে অপরাজিত। অধিনায়ক রোহিত ২৪ রান করে জ্যাক লিচের বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরে গিয়েছেন।