চব্বিশের মহারণ: তৃণমূলের প্রার্থী তালিকা দেখে বাংলায় টিকিট দেবে বিজেপি?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে নিয়ে, তারপর প্রার্থী ঘোষণা করতে চাইছে বিজেপি, এমনটাই শোনা যাচ্ছে। বাংলার ক্ষেত্রে এমনই ভাবছে গেরুয়া শিবির। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দল। বিজেপি এবারেও বাংলার উপর বিশেষ নজর রাখছে। বাংলার ৪২টি আসনেই লড়াই করবে তারা। অমিত শাহ ইতিমধ্যেই বাংলা থেকে ৩৫টি আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন। বিজেপির অন্দরের খবর, তৃণমূলের প্রার্থী তালিকা দেখেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চাইছে বিজেপি নেতৃত্ব। খোদ শাহের ইচ্ছেই এমন।
চলতি মাসের ২৮ এবং ২৯ তারিখ ফের বঙ্গসফরে আসার কথা রয়েছে শাহর।বেসরকারি সংস্থাকে দিয়েও বাংলার ৪২টি আসনের খোঁজ নেওয়া হচ্ছে। সমীক্ষার রিপোর্ট দেখে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর নিজেদের প্রার্থী তালিকা ঘোষণার করতে চাইছেন শাহ? কী রয়েছে নেপথ্য কারণ?
২০১৯-র লোকসভা ভোটে, বাংলা থেকে ১৮টি আসন জিতেছিল বিজেপি। তারপর আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ও ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ তৃণমূলে আসায় এখন বাংলায় বিজেপির ১৬ জন সাংসদ রয়েছেন। ১৬ জন সাংসদকেই যে বিজেপি ফের টিকিট দেবে এমনটা নয়। শোনা যাচ্ছে, কাজ, জনসংযোগ বিচারে করে টিকিট দেওয়া হবে, পাশাপাশি সমীক্ষক সংস্থার রিপোর্টকেও অগ্রাধিকার দেবেন হয়ত শাহরা। বাংলার শাসক দলের প্রার্থী তালিকা দেখে নিয়েই নিজেদের বিদায়ী সাংসদদের বদল করার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে বিজেপি।