কলকাতা বিভাগে ফিরে যান

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রেড রোড থেকে মিলল সম্প্রীতির বার্তা

January 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে উঠে এল সম্প্রীতির বার্তা। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতার রেড রোডে দেখা গেল ‘একতাই সম্প্রীতি’র ট্যাবলো। ট্যাবলোটিতে লেখা ছিল ‘ধর্ম যার যার, উৎসব সবার’। দক্ষিণশ্বর মন্দির, নাখোদা মসজিদ ও গির্জার ছবিতে সাজানো ছিল ট্যাবলোটি। আঁকা ছিল গাছের অবয়ব, তার নিচে লেখা ‘একতা বৃক্ষ’।

পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের ট্যাবলোও ছিল। পথশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, প্রায় সমস্ত সরকারি প্রকল্পের দেখা মিলল কুচকাওয়াজে।

TwitterFacebookWhatsAppEmailShare

#republic day 2024, #West Bengal, #Republic Day, #Red Road, #Republic Day parade

আরো দেখুন