গুগল ডুডলে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার মাধ্যমের বিবর্তন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দেশের সংবিধান কার্যকর করা হয়। দিনটিকে স্মরণ করে প্রতি বছরের মতো এই বছরেও দেশজুড়ে পালন করা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। চলে সেনাবহিনীর কুচকাওয়াজ। যেখানে উপস্থিত থাকেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা। এই বছর ৭৫তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে ভারতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ভারতের প্রজাতন্ত্রকে সম্মান জানিয়ে ডুডল সামনে আনল গুগল। দশকের পর দশক ধরে রাজধানীর বুকে এই প্যারেড হয়ে চলেছে। সময় বদলেছে, বাক্স টিভি থেকে এলইউডি হয়ে এখন মোবাইলের পর্দায় প্রজাতান্ত্রিক দিবসের প্যারেড দেখেন দর্শকরা। আর এই বদলে যাওয়া বিষয়টিই গুগল ডুডলে তুলে এনেছে গুগল।
সাদা কালো টিভির জমানা থেকে রঙিন টিভি হয়ে মোবাইল ফোন- এই পুরো যাত্রাটাই জায়গা পেয়েছে বিশেষ এই ডুডলে। আর এই শিল্প যাঁর সৃষ্টি তিনি শিল্পী বৃন্দা জাভেরি।