সমস্ত অ্যাম্বুলেন্সে ‘প্যানিক বাটন’ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিদিন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়াকালীন বহু সমস্যার মধ্যে পড়েন রোগী ও বাড়ির লোকজন। কিন্তু মাঝরাস্তায় তাঁরা বুঝতে পারেন না, কাকে বলবেন। কোথায় জানাবেন। এবার যে কোনও আপদকালীন সমস্যার জন্য স্বাস্থ্যদপ্তর সমস্ত সরকারি এবং এজেন্সি নিযুক্ত অ্যাম্বুলেন্সে বসাচ্ছে ‘প্যানিক বাটন’। যে কোনও বিপদআপদে বাড়ির লোকজন বা রোগী প্যানিক বাটন টিপলেই সেই বিপদসংকেত নিমেষে পৌঁছে যাবে পরিবহণ দপ্তরের কন্ট্রোল রুমে।
পরিবহণ দপ্তর সংযোগ রাখছে পুলিসের সঙ্গে। অ্যাম্বুলেন্সের লোকেশন খুঁজে বের করে প্রায়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এপ্রিল মাসের মধ্যে দপ্তরের সমস্ত অ্যাম্বুলেন্সে প্যানিক বাটন লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর।
সূত্রের খবর, রাজ্যজুড়ে স্বাস্থ্যদপ্তরের কাজে যুক্ত প্রায় সাড়ে তিন হাজার অ্যাম্বুলেন্স। প্রায় এক হাজার ‘১০২’ অ্যাম্বুলেন্স, প্রায় ২ হাজার ‘নিশ্চয় যান’ এবং ৩০০ প্রত্যক্ষভাবে স্বাস্থ্য পরিবহণের অধীনস্থ সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। শেষোক্তগুলির মধ্যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট বা ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সও আছে।