বিনোদন বিভাগে ফিরে যান

৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস: কোন কোন বিভাগের পুরস্কার ঘোষিত হল?

January 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গুজরাতে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের উদ্বোধন হয়েছে শনিবার। আজ ২৮ জানুয়ারি জানা যাবে প্রধান ক্যাটাগরিগুলোর বিজয়ীদের নাম। সেরা সাউন্ড ডিজাইন, সেরা কস্টিউম ডিজাইন ও সেরা প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য এবং এডিটিং-সহ প্রযুক্তিগত বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

দেখে নিন বিজয়ীদের তালিকা এক ঝলকে:

সেরা সাউন্ড ডিজাইন: স্যাম বাহাদুর ছবির জন্য কুণাল শর্মা ও অ্যনিম্যাল-এর জন্য সিঙ্ক সিনেমা।

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: অ্যনিম্যাল ফিল্মের জন্য হর্ষবর্ধন রামেশ্বর।

সেরা প্রোডাকশন ডিজাইন: স্যাম বাহাদুরের জন্য সুব্রত চক্রবর্তী এবং অমিত রায়।

সেরা ভিএফএক্স: জওয়ানের জন্য রেড চিলিজ ভিএফএক্স।

সেরা এডিটিং: টুয়েলভথ ফেল-র জাসকুনওয়ার সিং কোহলি এবং বিধু বিনোদ চোপড়া।

সেরা কস্টিউম ডিজাইন: সচিন লাভলেকার, দিব্যা গম্ভীর এবং নিধি গম্ভীর। (স্যাম বাহাদুর ছবির জন্য)

সেরা সিনেমাটোগ্রাফি: থ্রি অফ আস-র জন্য অবিনাশ অরুণ ধাওয়ারে।

সেরা কোরিওগ্রাফি: রকি অউর রানি কি প্রেম কাহানি থেকে হোয়াট ঝুমকার জন্য গণেশ আচার্য।

সেরা অ্যাকশন: জওয়ানের জন্য স্পিরো রাজাতোস, আনল আরাসু, ক্রেগ ম্যাক্রেঁ, ইয়ানিক বেন, কেচা খামফাকডি এবং সুনীল রদ্রিগেস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Filmfare Awards, #Filmfare Awards 2024, #‎69th Filmfare Awards

আরো দেখুন