কলকাতা বিভাগে ফিরে যান

বইমেলার ইতিহাস সংরক্ষণের উদ্যোগ, কী করতে চাইছে গিল্ড?

January 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বইমেলা বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। এবার ৪৭তম বর্ষ, প্রায় পঞ্চাশ বছরের ইতিহাসের দলিল হল বইমেলা। এবার সেই ইতিহাসকে সংরক্ষণ করতে চাইছে গিল্ড। কেবল সংরক্ষণ নয়, পাঠকের সামনে তুলে ধরার উদ্যোগও নেওয়া হচ্ছে। ময়দান থেকে সেন্ট্রাল পার্ক, ইতিহাস অনন্য নজির কলকাতা আন্তর্জাতিক বইমেলা।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কাছে সল্টলেকে বইমেলা প্রাঙ্গণের কাছে একটি ভবন নির্মাণের জমি চাওয়া হয়েছিল গিল্ডের তরফে। জানা যাচ্ছে, সেই আবেদনে সাড়া দিয়ে গিল্ডকে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। গিল্ডের কর্তারা এ বিষয়ে উৎসাহী। ভবন নির্মাণ হলেই বইমেলার ইতিহাস ধরে রাখা যাবে।

যদিও বইমেলার মাঠের একেবারে পাশেই হয়ত জায়গা মিলবে না। জানা যাচ্ছে, কাছাকাছির মধ্যে কোথাও একটা বইমেলার আর্কাইভের জায়গা দেওয়া হতে পারে। বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ বইমেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হলে নতুন প্রজন্মও জানতে পারবে গোড়ার দিনগুলোর কথা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Book Fair, #books, #Publishers and book sellers guild, #History

আরো দেখুন