রাজ্য বিভাগে ফিরে যান

এগিয়েছে মাধ্যমিকের সময়, কখন পৌঁছতে হবে শিক্ষকদের? কন্ট্রোল রুমের নম্বর কত?

January 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাধ্যমিকের সময়সূচিতে বদল ঘটেছে, এগিয়ে এসেছে পরীক্ষা শুরুর সময়। তাই শিক্ষক-শিক্ষিকাদেরও পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে স্কুলে ঢুকতে হবে। পর্ষদের নির্দেশিকায় বলা হয়েছে, সকাল ৮ টার মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। শিক্ষক-শিক্ষিকারা সকাল আটটার পর স্কুলে ঢুকলে সেই রিপোর্ট পর্ষদকে পাঠাতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। ছাত্রছাত্রীরা সকাল সাড়ে আটটার পর থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

ছাত্রছাত্রীদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যেকোনও সমস্যায় কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন ছাত্রছাত্রীরা। ২৪ ঘণ্টা চালু থাকবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর গুলি হল ০৩৩ ২৩৫৯-২২৭৭, ২৩২১-৩৮৪৪। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু থাকবে। বর্ধমানের কন্ট্রোল রুমের নম্বরটি হল ৯১৪৭১৩৫৭৪৭, মেদিনীপুরের কন্ট্রোল রুমের নম্বরটি হল ৯১৪৭১৩৫৭৫২, উত্তরবঙ্গের কন্ট্রোল রুমের নম্বর হল ৯১৪৭১৩৫৭৪৮।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Madhyamik, #Madhyamik Exam, #Madhyamik examination 2024

আরো দেখুন