খেলা বিভাগে ফিরে যান

অস্ট্রেলিয়ান ওপেন জিতে কোন নজির গড়লেন বোপান্না?

January 28, 2024 | < 1 min read

অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন বোপান্না। ছবি সৌজন্যে: REUTERS

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন বোপান্না। ফাইনালে ইতালির সিমোনে বোলেনি ও আন্দ্রেয়া ভাভাসোরি জুটিকে হারালেন তাঁরা। এর আগে ৪৩ বছর বয়সী কোনও খেলোয়াড় পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জেতেননি।

প্রতিযোগিতায় বোপান্না-এবডেন জুটি ৭-৬ (৭-০), ৭-৫ ফলাফলে জয়ী হয়েছে। প্রথম সেটে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। শেষ অবধি তা টাই-ব্রেকারে গড়ায়। দ্বিতীয় সেটে বোপান্না- এবডেন খেতাব জেতেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Doubles, #Australian Open final, #Rohan Bopanna, #Tennis

আরো দেখুন