রাজ্য বিভাগে ফিরে যান

চব্বিশে বাংলার রায় কোন দিকে? দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ ৬

January 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্য ২২টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, ১৮টি পেয়েছিল বিজেপি, ২টি আসন পেয়েছিল কংগ্রেস। ফের লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই দেশের ১৮তম লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসনিক ও রাজনৈতিকস্তরে পুরোদমে তার প্রস্তুতি চলছে। ২০২৪-এর নির্বাচন নিয়ে জানুয়ারির শেষে কী ভাবছে আম বাঙালি? কেমন হবে বাংলার জনাদেশ? বাংলাকে সাত ভাগে ভাগ করে দৃষ্টিভঙ্গির প্রতিনিধিরা রাজ্যের ৩৪১ ব্লক থেকে ৫৪৩১ মানুষের সঙ্গে কথা বলেছিল। তাদের বিশ্লেষণেই এল বাংলার রায়ের সম্ভাব্য প্রতিচ্ছবি।

এক নজরে দেখে নিন ষষ্ঠ ভাগের বিশ্লেষণ কী বলছে-

বৃহত্তর কলকাতা:

কলকাতা উত্তর- তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্রে জয়ী হয়েছিলেন। এবারও এই কেন্দ্রে জয়ী হতে পারে তৃণমূল।

কলকাতা দক্ষিণ- ২০১৯ সালে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। এবারও এই কেন্দ্রে জয় পাওয়া প্রায় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের।

দমদম – ২০১৯-এর লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন সৌগত রায়। মনে করা হচ্ছে এবারও এই কেন্দ্রে জোড়া ফুল ফুটবে।

ব্যারাকপুর – ২০১৯-এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এবার এই কেন্দ্রটি ফিরে পেতে পারে তৃণমূল।

বারাসাত- ২০১৯-এ বারাসাত কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। এবারও তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে জয়ী হতে পারে।

যাদবপুর- গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী। এবারও এই কেন্দ্রে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস।

বৃহত্তর কলকাতার ছ’টি লোকসভা আসনের সবকটিতে অর্থাৎ ছয়টিতেই জয় পেতে পারে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Analysis, #Greater Kolkata, #Kolkata, #Loksabha Election 2024, #Loksabha Elections

আরো দেখুন