শেষ রবিবারেও ঠাসা ভিড় কলকাতা বইমেলায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা বইমেলা মানে নস্টালজিয়া। কলকাতা বইমেলা মানে মানুষের আবেগ। বইমেলায় ভিড় হবে না হতে পারে? আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, রোবট, অনলাইন স্ট্রিমিংয়ের যুগে বই নিয়ে এইধরনের উন্মাদনা, উচ্ছ্বাস সত্যিই দেখার মতো।
গিল্ডকর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় জানালেন, শনিবার পর্যন্ত ১০ দিনে বিক্রি হয়েছে ১৭ কোটি টাকার বই। ২৬ জানুয়ারি থেকে চলছে টানা ছুটি। সেই আবহে যাবতীয় বই কেনায় মেতেছে বাঙালি পাঠকরা। গিল্ডকর্তার হিসেবেই তা স্পষ্ট। শেষ রবিবারের ঠাসা ভিড় ছিল তুলনামূলক অনেক বেশি। যদিও ফুড কর্নার বা হস্তশিল্প সামগ্রীর দোকানে ভিড় ছিল। তবুও জনস্রোত মেলার একদিক থেকে অন্য দিকে ধেয়ে চলেছে পছন্দের বই খুঁজে নিতেই।
যারা বলেন তরুণ প্রজন্ম বই পড়ে না, তাদের ভুল প্রমাণ করবে এইবারের বইমেলা। তরুণ লেখক সাদাত হোসেনের অটোগ্রাফ নিতে জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ২০০ কমবয়সিকে। প্রত্যেকের হাতে ধরা প্রিয় লেখকের বই। এরকম বহু উদাহরণ আছে এবারের কলকাতা বইমেলায়।