বিনোদন বিভাগে ফিরে যান

৪ দিনে কত আয় করল হৃতিকের ‘Fighter’?

January 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের সর্বশেষ এরিয়াল অ্যাকশন ফিল্ম ফাইটার মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি ২০২৪-এ। এই সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ফাইটার সিনেমার প্রযোজনায় আছে ভায়াকম ১৮ স্টুডিওস ও মারফ্লিক্স পিকচার্স।

ছবিটি প্রথম দিনে ২২.৫০ কোটি, দ্বিতীয় দিন ৩৯.৫০ কোটি, তৃতীয় দিন ২৭.৫০ কোটি এবং প্রথম রবিবার অর্থাৎ রবিবার ২৮.৫০ কোটি আয় করেছে। মুক্তির প্রথম ৪ দিনে প্রায় ১১৮ কোটি আয় করে ফেলেছে ফাইটার। সিনেমাপ্রেমীরা বলছে এই সিনেমা খুব দ্রুত ৫০০ কোটি আয় করে ফেলবে।

হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, আকর্ষ আলাগ ও প্রমুখ। প্রত্যেক সিনেমাপ্রেমীরা ফাইটার সিনেমার প্রশংসা করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hrithik Roshan, #siddharth anand, #Anil Kapoor, #Fighter, #Deepika Padukone

আরো দেখুন