বিনোদন বিভাগে ফিরে যান

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কবীর সুমন

January 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হাসপাতালে ‘গানওয়ালা’। গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার বেলা আড়াইটা নাগাদ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন কবীর সুমন। জানা গিয়েছে, এদিন বাড়িতে অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

হাসাপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছেন শিল্পী। তাঁর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভক্তেরা। তাঁর শরীরে অন্য আর কোনও সমস্যা হয়েছে কিনা, ঠিক কী কী অসুবিধার জন্য হঠাৎ ভর্তি করানো হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kabir Suman, #hospitalised, #Heart failure

আরো দেখুন