মোদী আমলে প্রশ্নের মুখে দেশের সম্প্রীতি! কী বলছেন নেতাজিকন্যা?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মোদী জমানায় শেষ এক দশকে বারবার প্রশ্নের মুখে পড়েছে এ দেশের ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি। যা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতি বসু পাফ। সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অনলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে, ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আশঙ্কার কথা জানিয়েছেন সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বসু পাফ। তাঁর কথায়, সহিষ্ণুতার শর্ত অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা। ধর্মে ধর্মে ঘৃণা ও বিভেদ ঝুঁকির। ভারতে সেই ঝুঁকির প্রবণতা বাড়ছে। তাঁর বাবার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরুরা ধর্মনিরপেক্ষ ছিলেন। নেতাজি ছিলেন ধার্মিক, সেই সঙ্গে তিনি ভিনধর্মীদের প্রতি শ্রদ্ধাশীলও ছিলেন। তাঁর বাবার চোখে ভারত মানে নানান ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের ছবি। তাঁর আজাদ হিন্দ ফৌজে যার সফল প্রয়োগও ঘটিয়েছিলেন। আজকের ভারতে সুভাষের আদর্শকে বিকৃত করার চেষ্টা চলছে বলেও সরব হয়েছেন অনিতা। তিনি বলেন, কিছুতেই মানা যায় না যে, সুভাষচন্দ্র বা তাঁর মতো বরণীয়দের ভারতে এমন একটা ছাঁচে ফেলা হচ্ছে, যার সঙ্গে তাঁদের ছিটেফোঁটা সম্পর্ক নেই। অনিতার কথায়, কেউ কেউ তাঁর বাবাকে হিন্দু জাতীয়তাবাদী বলার চেষ্টাও করেন। কিন্তু নেতাজি মনে করতেন ভারত শুধু হিন্দুর নয়, মুসলিমের, শিখের, খ্রিস্টানের, বৌদ্ধের, জৈনের।