পরিবারতন্ত্র BJP-র রন্ধ্রে রন্ধ্রে, দেখে নিন এক নজরে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিরোধীদের ‘পরিবরতন্ত্র’ খোঁচায় বিদ্ধ করে ক্ষমতায় এসেছিলেন মোদী। বিজেপি বারবার পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে সওয়াল করে। কিন্তু আদতে দেখা যাচ্ছে বিজেপির রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র।
এক নজরে দেখে নেওয়া যাক বিজেপির অন্দরে কীভাবে সাম্রাজ্য বিস্তার করেছে পরিবারতন্ত্র?
রাজনাথ সিং – পঙ্কজ সিং
- দেশের প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং। তাঁর ছেলে পঙ্কজ সিং উত্তরপ্রদেশ বিজেপির সহ-সভাপতি এবং সে’রাজ্যের বিধায়ক।
পীযূষ গোয়েল – বেদ প্রকাশ গোয়েল
- পীযূষ গোয়েল মোদী সরকারের মন্ত্রী। তিনি বিজেপির প্রাক্তন জাতীয় কোষাধ্যক্ষ ও কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত বেদ প্রকাশ গোয়েলের ছেলে।
ধর্মেন্দ্র প্রধান – দেবেন্দ্র প্রধান
- ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বিজেপি নেতা দেবেন্দ্র প্রধানের ছেলে। দেবেন্দ্র প্রধান বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন।
অনুরাগ ঠাকুর – প্রেম কুমার ধুমল
- অনুরাগ ঠাকুর মোদী সরকারের মন্ত্রী। তিনি হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গেরুয়া প্রেম কুমার ধুমলের পুত্র।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া – মাধবরাও সিন্ধিয়ার
- মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি প্রয়াত কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার পুত্র।
নারায়ণ রানে – নীলেশ রানে
- নারায়ণ রানে মোদী সরকারের MSME মন্ত্রক সামলাচ্ছেন। তাঁর পুত্র নীলেশ রানে বিজেপির টিকিটে জিতে সাংসদ (২০০৯-২০১৪) হয়েছিলেন।
কিরণ রিজিজু – রিনচিন রিজিজু
- কিরণ রিজিজু এখন মোদী সরকারের ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি অরুনাচল প্রদেশের প্রথম প্রো-টেম স্পিকার রিনচিন রিজিজুর পুত্র।
রাও ইন্দ্রজিৎ সিং – রাও বীরেন্দ্র সিং
- ইন্দ্রজিৎ সিং মোদী সরকারের রাষ্ট্রমন্ত্রী। তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং-র ছেলে।
অনুপ্রিয়া প্যাটেল – সোনে লাল প্যাটেল
- অনুপ্রিয়া প্যাটেল মোদী সরকারের রাষ্ট্রমন্ত্রী। তিনি ‘আপনা দল’-র প্রতিষ্ঠাতা সোনে লাল প্যাটেলের কন্যা।
ভারতী পরভিন পাওয়ার – অর্জুন পাওয়ার
- ভারতী পরভিন পাওয়ার হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। মহারাষ্ট্র সরকারের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী অর্জুন পাওয়ারের পুত্রবধূ তিনি।
শান্তনু ঠাকুর – মঞ্জুলকৃষ্ণ ঠাকুর
- শান্তনু ঠাকুর কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী প্রয়াত মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের পুত্র।
রাওসাহেব দানভে – সন্তোষ দানভে
- মোদী সরকারের রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন রাওসাহেব দানভে, তাঁর পুত্র সন্তোষ দানভে বিজেপির বিধায়ক।
শুভেন্দু অধিকারী – শিশির অধিকারী
- শুভেন্দু অধিকারী গেরুয়া টিকিটে জিতে বাংলার বিরোধী দলনেতা। তাঁর বাবা শিশির অধিকারী সাংসদ।
বিওয়াই রাঘবেন্দ্র – বিএস ইয়েদুরাপ্পা
- বিজেপি সাংসদ বিওয়াই রাঘবেন্দ্র কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে।
দেবেন্দ্র ফড়ণবিশ – গঙ্গাধর ফড়ণবিশে
- মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ মহারাষ্ট্র ল্যাজিসলেটিভ কাউন্সিলের প্রাক্তন সদস্য গঙ্গাধর ফড়ণবিশের ছেলে।
আরপিএন সিং – সিপিএন সিং
- রতনজিৎ প্রতাপ নারায়ণ সিং বিজেপির সদস্য। তাঁর পিতা প্রয়াত সিপিএন সিং ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা।
যতীন প্রসাদ – জিতেন্দ্র প্রসাদ
- যতীন প্রসাদ উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী। তিনি কংগ্রেস নেতা প্রয়াত জিতেন্দ্র প্রসাদের ছেলে।