স্বাস্থ্য বিভাগে ফিরে যান

ভারতে বাড়ছে কাশি, অ্যাজমা, অ্যালার্জি, সিওপিডি, দায়ী কি বায়ুদূষণ?

January 31, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভারতে বাড়ছে ফুসফুসের রোগ। আট থেকে আশি, প্রায় সব্বাই কাশিতে ভুগছেন। অ্যাজমা, অ্যালার্জি, সিওপিডি, এমফাইসিমা ইত্যাদির মতো ফুসফুসের রোগে আক্রান্তর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, অল্প বয়স থেকে অ্যালার্জি ও হাঁপানির সমস্যায় ভুগছেন অনেকে। অনেককেই ইনহেলার নিতে হচ্ছে। এর অন্যতম কারণ হল দূষিত বায়ু। কাশি, সর্দি, শ্বাসযন্ত্রের সমস্যার মূলে রয়েছে বায়ুদূষণ।

একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে বায়ুদূষণের কারণেই ফুসফুসের রোগ বাড়ছে। নিম্নমানের বাতাসে শ্বাস নেওয়ায় ফুসফুসের অসুখগুলি সারছে না। হার্টের রোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সারের প্রবণতা বাড়ছে। প্রতি বছর প্রায় ৮০ লক্ষ মানুষ বায়ুদূষণের বলি হন। কিন্তু বহু দেশে আজও দূষণের সঙ্গে মৃত্যুর প্রত্যক্ষ সম্পর্কে গুরুত্ব দেওয়া হয় না সব ক্ষেত্রে। ডিসেম্বর মাসে বায়ু সবচেয়ে বেশি দূষিত থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Air pollution, #Cough, #COPD, #asthma, #allergies

আরো দেখুন