দেশ বিভাগে ফিরে যান

বাড়ছে সাইবার ক্রাইম, সংশোধনী এনে জোরালো হবে তথ্য প্রযুক্তি আইন?

January 31, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা, তা ঠেকাতে তথ্য প্রযুক্তি আইন আশু সংশোধন করার দরকার। ২০০০ সালে তথ্য প্রযুক্তি আইন আসে, কলকাতা পুলিশের সাইবার গোয়েন্দারা মনে করছেন, ২৪ বছরের তথ্য প্রযুক্তি আইনে বেশ কিছু বদল আনার সময় এসেছে।

পুলিশের বক্তব্য, সাইবার ক্রাইম নিয়ে গোটা দেশে যত লিখিত অভিযোগ জমা পড়ে, তার মাত্র দুই শতাংশ এফআইআর দায়ের করতে পেরেছে পুলিশ। অধিকাংশই জেনারেল ডায়েরি। টাকা ফিরিয়ে দিয়েই দায় সারছে পুলিশ। দুষ্কৃতীরা গ্রেপ্তার না হওয়ায় দেশে দিনের পর দিন সাইবার অপরাধ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ধরপাকড় শুরু হলে সাইবার ক্রাইম হ্রাস পেতে পারে। আধার জালিয়াতিতেই তা দেখা গিয়েছে। ধরপাকড় আরম্ভ হতেই আধার জালিয়াতি কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

অন্যদিকে, গোটা দেশেই সাইবার ক্রাইমের তদন্ত করার জন্য পর্যাপ্ত সংখ্যক অফিসার নেই। গোয়েন্দারা বলছেন, সাইবার ক্রাইম ঠেকাতে ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইনে বদল আনা দরকার। আইনে ছিল, এফআইআর দায়ের হলে ডিএসপি বা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যদার কেউ তদন্ত করবেন। পরে সংশোধন করে ইন্সপেক্টরকেও তদন্তের অধিকার দেওয়া হয়েছে। তাতেও সমস্যা মিটছে না। দেশে সাইবার ক্রাইম দিন দিন বাড়ছে কিন্তু ইন্সপেক্টরের সংখ্যা কম। ঘাটতি থেকেই যাচ্ছে। এফআইআর দায়ের করার আগে ভাবতে হচ্ছে গোয়েন্দাদের। পুলিশের মত, অবিলম্বে তথ্য প্রযুক্তি আইন সংশোধন করে এসআইদের তদন্ত করার অধিকার দেওয়া উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#CYBER CRIME, #Cyber Attack, #cyber threat, #Cyber security

আরো দেখুন