← দেশ বিভাগে ফিরে যান
গ্রেপ্তার ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই সোরেন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নীতিশকুমারের ‘ঘর ওয়াপসি’র ৭২ ঘন্টা পরে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ED-র হাতে গ্রেপ্তারের আগেই পদত্যাগ করেছেন।
ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন।
স্বভাবিকভাবেই দিল্লির রাজনৈতিক হাওয়ায় প্রচুর প্রশ্ন উড়ছে: তাহলে ২০২৪ সালের নির্বাচনের আগে এবার কোন বিরোধী নেতা গ্রেপ্তার হবেন? প্রশ্ন উঠছে, বিরোধী মুক্ত না দুর্নীতিমুক্ত ভারত চাই? প্রশ্ন করা হচ্ছে, যে চলছে, তা কি দুর্নীতিবিরোধী অভিযান নাকি ওয়াশিং মেশিনের রাজনীতি? ED কি শুধুমাত্র বিরোধী শাসিত রাজ্যে কাজ করে নাকি সবার জন্য আইনের শাসনে চলে?