বিবিধ বিভাগে ফিরে যান

‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পুণ্যি দেশ’ আজও কতটা প্রাসঙ্গিক খনার বচন?

January 31, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাঘের মাঝামাঝি বর্ষা নেমেছে। ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পুণ্যি দেশ’ খনার বচনটি প্রায় সকলেরই জানা। বচনের মর্মার্থ খুবই সহজ। মাঘ মাসের শেষে বৃষ্টি ফসল ফলার জন্য উপকারী, যেখানে মাঘের শেষে বৃষ্টি হয়, সেখানে প্রচুর ফসল ফলে। খনার সেই বচন আজকের দিনে বাস্তবে কতটা প্রাসঙ্গিক। কী হয় মাঘে বৃষ্টি হলে?

এই সময়ের বৃষ্টি আমের নতুন মুকুলের জন্য খুব উপকারী। মাঘের বৃষ্টিতে পরিণত হয় গাছের সবুজ পাতা। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছোলা, মসুরি ডালজাতীয় ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে।

বেশিমাত্রার বৃষ্টি হলে আলু চাষের ক্ষতি হতে পারে। বেশি বৃষ্টি আবার গমের জন্য উপকারী।কারণ গমের জন্য সেচের প্রয়োজন। বৃষ্টির ফলে মাটি নরম হবে, নতুন ফসল লাগানো সহজ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #facts, #KHANAR BOCHON, #true facts

আরো দেখুন