প্রযুক্তি বিভাগে ফিরে যান

ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়ে যাচ্ছে Paytm পরিষেবা, কেন?

January 31, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ২৯ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। তার জেরে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়ালেট, ফাস্ট্যাগস দিয়ে অনলাইনে টাকা দিতে পারবেন না গ্রাহকরা। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফে জানানো হয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট এবং ফাস্ট্যাগে কোনও টাকা জমা নেওয়া অথবা টপ-আপ করার ক্ষেত্রে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে যে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগের মতো জায়গায় টাকা আছে, তাঁদের ক্ষেত্রে সেই বিধিনিষেধ কার্যকর হবে না। অর্থাৎ তাঁরা ফেব্রুয়ারির পরও পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমে অনলাইনে টাকা দিতে পারবেন।

আরবি‍আই’র তরফে বলা হয়েছে বেশ কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে অনলাইন লেনদেনের অ্যাপটির বিরুদ্ধে। তাই আগামী মাস থেকেই সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Paytm, #RBI, #Customer, #The Reserve Bank of India, #Paytm Payments Bank of India, #Paytm wallets

আরো দেখুন