আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বাংলার বকেয়া পাওনার দাবিতে শুক্রবার থেকে কলকাতার রেড রোডে ধর্ণায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, একটি ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে’ যোগ দিতেই রাজধানীতে যাচ্ছেন মমতা।
শুক্রবার থেকেই কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়ার দাবিতে রেড রোডে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। মমতা নিজেই জানিয়েছেন ৪৮ ঘণ্টা ধর্নামঞ্চে থাকবেন তিনি। অর্থাৎ শনিবার, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্না কর্মসূচি চলবে তাঁর। তৃণমূল সূত্রে খবর, মমতা দিল্লি যাবেন আগামী সপ্তাহে মঙ্গলবার। তার আগে ৫ ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভা অধিবেশনেও যোগ দেবেন তিনি। ওই দিনই বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকও করবেন।
গত ডিসেম্বর মাসে একবার নয়াদিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল। তাতে যোগ দিয়েছিলেন তিনি। তার পর বাংলার বকেয়া পাওনার বিষয়টি নিয়ে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলকে সঙ্গে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন তিনি।