← রাজ্য বিভাগে ফিরে যান
কত টাকার বই বিকোলো? কেমন হল ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শেষ হল বই পার্বণ। বই বিক্রির নিরিখে নজির গড়ল ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পরিসংখ্যান বলছে ২০২৩-র বইমেলায় যেখানে ২৫ লক্ষ মানুষ এসেছিলেন, ২০২৪-র বইমেলায় তার থেকে অনেক বেশি মানুষ এসেছেন। প্রায় ২৯ লক্ষ মানুষ এসেছেন এবারের বইমেলা। বই বিক্রি হয়েছে প্রায় ২৮ কোটি টাকার।
বিক্রির টাকার অঙ্ক বেশি হলেও, গতবছরের তুলনায় বিক্রির হার কম। কারণ হিসেবে অনেকেই বলছেন, মাসের শেষের দিকে হওয়ায় অনেকেই বই কেনাকাটা করে উঠতে পারেননি। আগামী বইমেলার দিনক্ষণ ছুটি, মাসের শুরু সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখেই ঠিক করা হবে বলে জানিয়েছে গিল্ড। এবার জনসমাগম বেশি হয়েছে, তরুণ প্রজন্ম মাঠে এসেছে।