← দেশ বিভাগে ফিরে যান
দিশাহীন বাজেট, মোদী সরকারকে দুষলেন বিরোধীরা
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ সংসদে পেশ হয়েছে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটকে দিশাহীন বলছেন অর্থনীতিবিদরা। মোদী সরকারকে দুষলেন বিরোধীরা।
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলছেন, ‘কোনও বাজেট যদি উন্নয়নমূলক কাজের জন্য না, তাহলে তা অর্থহীন। বিজেপি সরকার বিগত এক দশক ধরে লজ্জাজনকভাবে জানবিরোধী বাজেট তৈরি করে এসেছে। এটার কোনও বদল হবে না কারণ, এখন সদর্থক সরকার আসা জরুরি।’
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় অন্তরবর্তী বাজেট প্রসঙ্গে বলেন, “বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বক্তব্য স্পষ্ট নয়। যাতে কিছু ভোট বাড়ে, তেমনভাবে বাজেট করা হয়েছে।”