দেশ বিভাগে ফিরে যান

আজ কি কল্পতরু হবে ভোট অন অ্যাকাউন্ট বাজেট নাকি আশাভঙ্গ মধ্যবিত্ত থেকে শিল্পমহলের?

February 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

চলতি অর্থবর্ষে ব্যক্তিগত আয়কর প্রদান এক ধাক্কায় ৮ লক্ষ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। বেড়েছে ২৯ শতাংশ। জিএসটি খাতে ডিসেম্বর পর্যন্ত ১৪ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা এসেছে সরকারের কাছে। ডিসেম্বর পর্যন্ত কর্পোরেট ট্যাক্স সহ প্রত্যক্ষ কর আদায় হয়েছে ১৬ লক্ষ কোটি টাকার । বিগত অর্থবর্ষে তুলনায় ৩ লক্ষ কোটি টাকা বেশি অর্থাৎ ১২ শতাংশ বেশি।

শিল্পমহলের আশা, নতুন দেশীয় উৎপাদন সংস্থার ১৫ শতাংশ কনসেশনাল কর্পোরেট ট্যাক্সের সময়সীমা আরও ১-২ বছর বাড়ানো হতে পারে। ব্যবসা সহায়ক করকাঠামোর দাবিও রয়েছে সরকারের কাছে।

এবারেও জল্পনা রয়েছে আয়কর কাঠামোর ক্ষেত্রে। নতুন করকাঠামোয় ট্যাক্স ছাড়ের ঊর্ধ্বসীমা ৭ লক্ষ থেকে বাড়িয়ে কি সাড়ে ৭ লক্ষ টাকা করা হবে? অর্থমন্ত্রকের কাছে সারা দেশজুড়ে আর্জি এসছে বার্ষিক আয়ের ধাপকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করার জন্য।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে মহিলা এবং কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন পেনশন ব্যবস্থায় সংশোধন করে কেন্দ্রীয় কর্মীদের মন জয় করতে পারে মোদী সরকার লোকসভা নির্বাচনের ঠিক আগে।

সাধারণ মানুষ ভাবছে দ্বিতীয় মোদী সরকার কি তাদের সর্বশেষ বাজেটে মধ্যবিত্তকে কিছু সুবিধা দেবে? নাকি প্রতিবারের মতো এবারও হতাশ হতে হবে!

TwitterFacebookWhatsAppEmailShare

#Budget, #Nirmala Sitharaman, #Budget session, #Vote on account budget

আরো দেখুন