খেলা বিভাগে ফিরে যান

লাল হলুদে এবার কোস্টারিকার ফরোয়ার্ড ফেলিসিও ব্রাউন ফোর্বস

February 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সুপার কাপের পরে বোরহা হেরেরা জার্সির রং বদলান। ইস্টবেঙ্গল ছেড়ে এফসি গোয়া হয় তাঁর নতুন ঠিকানা। তাঁর পরিবর্ত খুঁজে নিল লাল-হলুদ শিবির। তিনি কোস্টা রিকার ফেলিসিও ব্রাউন ফোর্বস। এর ফলে আইএসএলের ডার্বির আগেই ষষ্ঠ বিদেশি স্থির করে ফেলল লাল-হলুদ।

ফেলিসিওর জন্ম জার্মানিতে। তাঁর বাবা কোস্তারিকান। মা জার্মানির। ব্রাউন কোস্টা রিকার হয়ে জাতীয় দলে খেলেন। তবে জন্ম জার্মানিতে। প্রথম তিনি কোস্টা রিকার হয়ে খেলতেই আগ্রহী ছিলেন। কিন্তু জার্মানির যুব দলে সুযোগ পাওয়ার পর সেই দেশের হয়েই খেলার সিদ্ধান্ত নেন। জার্মানির অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেললেও সিনিয়র দলে ২০১১ সাল থেকে সুযোগ পাচ্ছিলেন না। সে কারণেই কোস্টা রিকার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

সুপার কাপ জয়ের পরেই ব্যর্থ বিদেশিদের ছেঁটে ফেলছে ইস্টবেঙ্গল। এর আগে বোরহাকে রিলিজ করে দিয়েছিল। তাঁকে লোনে তুলে দেয় এফসি গোয়ার কাছে। এবার ফরোয়ার্ড জেভিয়ার সিভেরিওকে ছেড়ে দিল লাল হলুদ দল। এদিন সেটি ঘোষণা করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #ISL, #Costa Rica, #Felicio Brown Forbes

আরো দেখুন