পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

মাঘ মাসে পুরুলিয়ার খেলাই চণ্ডীর মেলা বড় আকর্ষণ স্থানীয়দের

February 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার বেড়ো পাহাড়ের নিচেই বেড়ো গ্ৰাম। যার অপর নাম চণ্ডী পাহাড়। মাঘ মাসের প্রথম দিনে বেড়ো পাহাড়ের পাদদেশে অবস্থিত দেবী খেলাই চণ্ডীর মন্দিরে দেবীর পুজো দিয়ে শুরু হয় মেলা। মনস্কামনা পূর্ণ করতে বেড়ো এবং পাশাপাশি গ্ৰাম থেকে প্রচুর মানুষ আসেন পয়লা মাঘ দণ্ডি কেটে এসে মন্দিরের কাছের পুকুরে স্নান করে পুকুর থেকে থেকে দুহাতে মাটি তুলে নিয়ে উপরে ফেলে।আসলে পুকুরে যাতে জল থাকে সবসময় সেইজন্যই হয়ত এই রীতি প্রচলিত হয়েছিল।

খেলাই চণ্ডী মন্দিরে পূজা দেওয়ার রেওয়াজ বহু প্রাচীন। ৫০০ বছরের পুরনো খেলাই চণ্ডী মেলা সম্প্রীতির মেলা হিসাবেই পরিচিত, আজও এখানে জড়ো হন জাতি-ধর্ম নির্বিশেষে সাধারণ ভক্ত মানুষ। পাঁচশো বছর আগে কাশিপুরের রাজার কূলগুরু শ্রী জগন্নাথ গোস্বামী বেড়ো পাহাড়ের নীচে খেলাই চণ্ডীর পুজো শুরু করেছিলেন এবং মেলাও তখন থেকেই শুরু হয়েছিল।

অনেক দূরে দূরে হাটবাজার থাকার কারণে আগে এই মেলায় কৃষকরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন লাঙল, কোদাল, শস্যবীজ ইত্যাদি কিনে নিয়ে যেতেন। এখন গৃহস্থালীর মোটামুটি সব জিনিসপত্রই এই মেলায় বিক্রিবাটা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Khelai, #Khelai chandi mela, #West Bengal, #Purulia

আরো দেখুন