খেলা বিভাগে ফিরে যান

আগামীকাল ISL-এ ডার্বি, কোথায় মিলছে টিকিট, দাম কত?

February 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ৩ ফেব্রুয়ারি আইএসএলে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলকাতা ময়দানের দুই প্রধানের লড়াই ঘিরে ফ্যানেদের মধ্যে তুঙ্গে উত্তেজনার পারদ। সুপার কাপের গ্রুপ পর্বে মোহনবাগানকে হারিয়েছে লাল-হলুদ। পাশাপাশি বারো বছর পর ট্রফি জিতে আত্মবিশ্বাসে ফুটছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। অপরদিকে, বদলা নিতে মুখিয়ে রয়েছে হাবাসের মোহনাগান।

কেমন, কী পড়বে ডার্বির টিকিকের দাম? অনলাইন ও অফলাইনে কোথায় মিলবে টিকিট?

অনলাইনে বুক মাই শো অ্যাপ থেকে টিকিট কাটা যাবে। অনলাইনে টিকিট কাটলেও কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে টিকিট।

এছাড়াও দুই ক্লাবের তাঁবু থেকে টিকিট সংগ্রহ করা যাবে। সল্টলেক স্টেডিয়ামেও মিলবে টিকিট। টিকিট বিক্রি শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। যারা আগে আসবেন তারা আগে টিকিট পাবেন।

অনলাইন টিকিট রিডিম করার জন্য বাগান সমর্থকদের সল্টলেক স্টেডিয়ামের ৪ নম্বর গেটের ২ নম্বর বক্স অফিসে যেতে হবে। ১ নম্বর গেটের ১ নম্বর বক্স অফিসে যেতে হবে মশাল ফ্যানদের। ইস্টবেঙ্গল তরফ থেকে জানানো হয়েছে, সদস্যরা ক্লাবের জিম রুম থেকে ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১,৫০০ এবং ৩,০০০ টাকা দামের টিকিট সংগ্রহ করতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal Mohun Bagan, #Derby, #East Bengal, #Mohun Bagan fc, #ISL derby

আরো দেখুন