রাজ্য বিভাগে ফিরে যান

হুগলিতে লকেটের বিরুদ্ধে পোস্ট খোদ বিজেপি নেতাদের, লোকসভার আগে চওড়া ফাটল?

February 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোরগোড়ায় লোকসভা ভোট, কিন্তু তার আগেই হুগলি বিজেপির অন্দরের ফাটল আরও চওড়া হল। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে ‘দূর হটো’ লিখে পোস্ট করেন খোদ হুগলি জেলার বিজেপির পদাধিকারী। সাংগঠনিক পদাধিকারীর বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। তাঁকে কেন্দ্র করে বারে বারে ক্ষোভ-বিক্ষোভ দেখা গিয়েছে হুগলির বিজেপি কর্মীদের মধ্যে। এলাকায় সাংসদকে পাওয়া যায় না বলেও অভিযোগ শোনা যায়। বিজেপির কর্মীরাও যা নিয়ে অস্বস্তিতে পড়েছেন। হুগলির বিজেপি কর্মীদের একটা বড় অংশ আর লকেটকে প্রার্থী হিসেবে চাইছে না। চুঁচুড়া বিজেপির সদ্য প্রাক্তন পদাধিকারীর একটি ফেসবুক পোস্ট ঘিরে উসকে উঠেছে জল্পনা। ওবিসি মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক দিলীপ দাসের করা পোস্ট এখন সামাজ মাধ্যমে ভাইরাল। তাতে সাংসদের ছবি-সহ লেখা হয়েছে, ‘সোনার হুগলি বিজেপিকে, লোহার হুগলি বিজেপি বানানোর কাণ্ডারী লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকে দূর হটো।’ সাংসদকে নিয়ে দলের অন্দরের ক্ষোভ রয়েছে, মনে করা হচ্ছে; ক্ষোভ থেকেই এহেন পোস্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Locket Chatterjee, #Hoogly, #Lok Sabha Election 2024

আরো দেখুন