রাজ্য বিভাগে ফিরে যান

মোদী সরকারের ভরসায় দিন গোনা নয়, বাংলার মানুষের পাওনা টাকা মেটাবে রাজ্য?

February 4, 2024 | 2 min read

ছবি সৌজন্যে: Anandabazar

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলার পাওনা টাকা আটকে রেখেছে মোদী সরকার, কার্যত বাংলাকে ভাতে মারার চক্রান্ত চালাচ্ছে মোদী সরকার; এমনই অভিযোগ উঠে বারবার। বঞ্চনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছে রাজ্যের শাসক দল। এবার বিকল্প পথের সন্ধান মিলল রাজ্যের তরফে। বাংলার খেটে-খাওয়া প্রান্তিক মানুষের পাওনা মেটাবে রাজ্য। আর মোদী সরকারের মুখাপেক্ষী থাকবে না বাংলা।

শনিবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী জানান, ২১ ফেব্রুয়ারি ১০০ দিনের কাজ করা বাংলার ২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার।

কেবল একশো দিনের টাকা নয়, মোদী সরকারের বঞ্চনার শিকার হওয়া অন্যান্য প্রকল্পের উপভোক্তাদের টাকা মেটানোর ইঙ্গিতও মিলেছে মুখ্যমন্ত্রীর কথায়। মুখ্যমন্ত্রী বলেন, প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ১০০ দিনের শ্রমিকদের বেতন অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করলেন। এরপর আবাস যোজনার কথাও সঠিক সময় বলবেন। ৮ তারিখ রাজ্য বাজেট।

আবাস প্লাস যোজনায় নাম নথিভুক্ত থাকলেও, বাংলার ১১ লক্ষ মানুষ বাড়ি পাননি। শোনা যাচ্ছে, রাজ্যের বাজেটে আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারে রাজ্য। ৬৬০০ কোটিরও বেশি টাকা দরকার পড়বে এই খাতে। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে মোদী সরকারের কাছে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকারও বেশি টাকা প্রাপ্য, এমনই দাবি রাজ্যের। দাবি আদায়ে বেশ কয়েকবার দিল্লিতে দরবার করা হয়েছে। তিনবার মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মমতা। কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে রাজ্য প্রশাসনের কর্তাদের বৈঠকও হয়েছে। ১৫৬টি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বাংলায় ঘুরে গিয়েছে। এত কিছুর পরও প্রাপ্য মেটানো হচ্চার না। জানা গিয়েছে, মোদী সরকারের কাছে ১০০ দিনের কাজের মজুরি বাবদ পাওনা ৩৭৩২ কোটি টাকা, উপাদান বাবদ বকেয়া ৩১৮১ কোটি টাকা।‌ মোট বকেয়ার পরিমাণ ৬৯১৩ কোটি। আগামী ২১ ফেব্রুয়ারি ১০০ দিনের কাজের মজুরি বাবদ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা মেটাবে রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #bjp, #Modi Government

আরো দেখুন