রাজ্য বিভাগে ফিরে যান

বাংলাকে ভাতে মারার চক্রান্ত? মোদী সরকারের বঞ্চনায় নষ্ট হল কত কর্মদিবস?

February 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যের শাসক দলের অভিযোগ বাংলকে ভাতে মারার চক্রান্ত করছে মোদী সরকার। রাজ্য সরকারের সাম্প্রতিক এক রিপোর্টে এই অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেল। দেখা যাচ্ছে, লাগাতার দুটি অর্থ বছরে বাংলাকে কোনও কর্মদিবসই বরাদ্দ করেনি মোদী সরকার। কর্মদিবস অনুমোদন করলে, বাংলা ২২ হাজার কোটি টাকারও বেশি অর্থ পেত। বিপুল পরিমাণ প্রাপ্য বকেয়া রেখে বাংলার গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে।

মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ, ১০০ দিনের কাজে বাংলার প্রাপ্য ৬,৯১৩ কোটি টাকা দিচ্ছে না তারা। পাশাপাশি ২০২২-২৩ ও ২০২৩-২৪ আর্থিক বছরে বাংলায় প্রায় ৬২ কোটি শ্রমদিবস তৈরির প্রস্তাব ছিল। সেই খাতে প্রায় ২৩ হাজার কোটি টাকা পেত বাংলা। তা থেকেও বঞ্চিত হয়েছে রাজ্যবাসীকে। তবে নিজের খরচে জবকার্ড হোল্ডারদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য।

১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে মোদী সরকারকে একাধিকবার চিঠি দিয়েছে নবান্ন। এবার বকেয়ার পাশাপাশি রাজ্য আরও কত টাকা পেতে পারত, তাও তুলে ধরা হল। ২৩ জানুয়ারি রাজ্য ও কেন্দ্রের অধিকারিকরা বৈঠকে বসেছিল। সেখানেই কেন্দ্রের হাতে সামগ্রিক রিপোর্ট তুলে দেয় নবান্নর কর্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Deprivation, #West Bengal, #bjp, #working days, #politics, #modi govt

আরো দেখুন