১০৬ রানে জয় রোহিতদের, সিরিজে সমতা ফেরাল ভারত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশাখাপত্তনমে বদলা নিলেন রোহিতরা। সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারাল ভারত। চার দিনে শেষ হল টেস্ট। সিরিজে সমতা ফেরালেন রোহিতরা। দ্বিতীয় ইনিংসে ৩৯৯ রান তাড়া করতে নেমেছিল ইংল্যান্ড। ২৯২ রানেই গুটিয়ে যায় ব্রিটিশদের দ্বিতীয় ইনিংস।
চতুর্থ দিনের সকালে ক্রিজে ছিলেন জ্যাক ক্রলি ও রেহান আহমেদ। দিনের প্রথম ধাক্কা দেন অক্ষর। ২৩ রান করে আউট হন রেহান। ২১ বলে ২৩ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন পোপ। স্লিপে পোপ ধরা পড়েন অধিনায়ক রোহিতের হাতে। অশ্বিনের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন রুট। দুপুরের বিরতির আগে জোড়া ধাক্কা খায় ইংল্যান্ড। ৭৩ রানের ইনিংস খেলে আউট হন ক্রলি, কুলদীপ যাদব নেন ক্রলির উইকেট। ২৬ রানের মাথায় বুমরাহর বলে এলবিডব্লিউ হন জনি বেয়ারস্টো।
চতুর্থ দিন লাঞ্চের আগেই ভারতের বোলাররা ছয় উইকেট তুলে নিয়েছিল। তারপর লড়াই চালাচ্ছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও বেন ফোকস। কিন্তু শেষ রক্ষা হল না। বুমরাহ ও আশ্বিন তিনটি করে উইকেট নিয়েছেন।