ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্ঘন্ট ঘোষণা? এপ্রিল-মে’তে কি লোকসভা ভোট?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটের প্রস্তুতি চলছে জোরকদমে। চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষিত হতে পারে ভোটের দিনক্ষণ, এমনই খবর শোনা যাচ্ছে। ১৭-১৮ ফেব্রুয়ারি দিল্লির ‘ভারত মণ্ডপমে’ বৈঠক, শোনা যাচ্ছে; হাওয়া বুঝে লোকসভা ভোট ঘোষণায় সম্মতি দিতে পারেন মোদী। মনে করা হচ্ছে, ২২ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে যেকোনও দিন নির্ঘণ্ট ঘোষিত হতে পারে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা ভোটের দিনক্ষণও ঘোষিত হবে একই সঙ্গে। সূত্রে খবর, ১০ এপ্রিলের পর শুরু হবে ভোট পর্ব, মে মাসের মাঝামাঝি অবধি চলবে ভোট। সাত-আট দফায় লোকসভার ভোট হতে পারে।
১৬ ফেব্রুয়ারি বিজেপির জাতীয় পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসতে পারেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। ১৭-১৮ ফেব্রুয়ারির মূল সম্মেলনের অন্যতম ইস্যু হতে পারে বাংলার আসন বাড়ানো, বিজেপির অন্দরের খবর এমনই। সমস্ত জেলা সভাপতিকেও এই বৈঠকে হাজির হতে বলা হয়েছে। দু’দিনের বৈঠকে সমস্ত সাধারণ সম্পাদক, মোর্চা সভাপতি, জেলা পর্যবেক্ষক, লোকসভা ইনচার্জ, ক্লাস্টার ইনচার্জ থেকে আইটি সেলের নেতা, প্রত্যেককে তলব করা হয়েছে। জাতীয় কর্মসমিতি এবং জাতীয় পর্ষদের সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতাকেও থাকতে বলা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ভাষণ দেবেন নাড্ডা। সমাপ্তি ভাষণ দেবেন মোদী। জল্পনা রয়েছে, সাংগঠনিক রদবদল হতে পারে।
সিবিএসই’র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ২ এপ্রিল পর্যন্ত চলবে। সে’কারণেই, এপ্রিলের মাঝামাঝি সময় ধরে এগোচ্ছে নির্বাচন কমিশন। ভোটার কার্ড, ইভিএম-সহ ভোটের খরচ বাবদ অন্তবর্তী বাজেটে ২ হাজার ৪৪২ কোটি টাকা বরাদ্দ হয়েছে।