← খেলা বিভাগে ফিরে যান
ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তা! জানেন কোথায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার ময়দান তথা ভারতীয় ফুটবলের স্তম্ভ হল লাল-হলুদ বাহিনী। শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারও স্মৃতি, হাজারও ইতিহাস। ভারতীয় ফুটবলকে তাবড় তারকা জুগিয়েছে ক্লাবটি। সদ্যই কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার সেই ক্লাবের নামেই রাস্তার নাম রাখা হল উত্তরবঙ্গে।
ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তার নাম হওয়ায় খুশির আমেজ সমর্থকদের মধ্যে। আজ, মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ ইস্টবেঙ্গলের নাম অনুসারে নয়া সরণির উদ্বোধন হল জলপাইগুড়িতে।
কয়েকমাস আগেই শিলিগুড়িতে দুই প্রধানের নাম অনুসারে বিশেষ রাস্তার উদ্বোধন হয়েছিল। এবার জলপাইগুড়িতে। জানা গিয়েছে, জলপাইগুড়ির থানা মোড় থেকে বাবু পাড়ার স্বর্গীয় দাজু সেনের বাড়ি পর্যন্ত ইস্টবেঙ্গল সরণি হিসেবে নামকরণ করা হয়েছে।