বিবিধ বিভাগে ফিরে যান

মাতৃভাষার মাসেই চলে গেলেন ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার

February 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তিনি ছড়াতেই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে?’ বাংলা ভাষার কোণঠাসা অবস্থা তাঁর চেয়ে ভাল হয়ত আর কেউই ফুটিয়ে তুলতে পারেননি। সেই বিখ্যাত ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার মঙ্গলবার গভীর রাতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৭০ বছর।

অসংখ্য ছড়া লিখেছেন তিনি। ‘মজার ছড়া’, ‘সোনালী ছড়া’, ‘ডাইনোছড়া’ ইত্যাদি বই লিখেছেন তিনি। সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন ‘ছড়ায় ছড়ায় সত্যজিৎ’ এবং ‘রবীন্দ্রনাথ নইলে অনাথ’। প্রধানত ছোটদের জন্যেই লিখতেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#poet, #bhabani prasad majumdar, #RIP

আরো দেখুন