রাজ্য বিভাগে ফিরে যান

আজ রাজ্য Budget, নতুন কী কী পেতে পারে আম বাঙালি?

February 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর কয়েক ঘন্টার মধ্যেই বিধানসভায় পেশ হতে চলছে রাজ্যে বাজেট।

আজ, বৃহস্পতিবার দুপুর তিনটেয় বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করবেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট অধিবেশনের কারণে দিল্লির বৈঠকে যোগ দিতে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, ক্ষুদ্রশিল্প থেকে শুরু করে গ্রামোন্নয়ন এবং নারী কল্যাণ-সহ একঝাঁক নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে। সূত্রের খবর, নারী ও শিশু কল্যাণে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়ানো নিয়ে শুরু হয়েছে জল্পনা। আজ বাজেট প্রস্তাবে গতবারের চেয়ে ১৫ থেকে ২৫ হাজার কোটি টাকা বাড়তে পারে বলে খবর মিলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#State budget, #west bengal budget 2024, #West Bengal, #Mamata Banerjee, #Chandrima Bhattacharya, #WB Legislative Assembly

আরো দেখুন