← কলকাতা বিভাগে ফিরে যান
কলকাতায় ফুড স্ট্রিট! জানেন কোথায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শহরের ফুটপাত দখল মুক্ত রাখতে নানান উদ্যোগ নেয় পুরসভা। কলকাতার বিভিন্ন রাস্তার ফুটপাতে ফাঁকা জায়গা থাকলেই ‘গ্রিন জোন’ বা ‘রোড সাইড গার্ডেন’ তৈরি করে পুরসভা। সবুজ বৃদ্ধি পায়, পরিবেশ দূষণ কমানোর উদ্যোগ নেওয়াও হয় পাশাপাশি ফুটপাত দখল মুক্তও রাখা যায়। এবার লেক রোডের একাংশে ফুটপাতে সুদৃশ্য বাগান তৈরি হয়েছে, বাতিস্তম্ভ বসানো হয়েছে। বিভিন্ন স্থাপত্য দিয়েও সাজানো হয়েছে। মানুষজন বসার জন্য বেঞ্চের ব্যবস্থাও করা হয়েছে। উল্টো দিকের ফুটপাতে একের পর এক ফুড স্টল বসতে চলেছে। সেখানেই তৈরি হবে ফুড স্ট্রিট। কমলা গার্লস হাইস্কুল সংলগ্ন অঞ্চলটিকে নয়া রূপ দেওয়া হচ্ছে, গড়ে তোলা হচ্ছে শহরের প্রথম ফুড স্ট্রিট।
শনিবার রোড সাইড গার্ডেনটির উদ্বোধন হবে। সেখানকার ফুটপাত বেশ চওড়া। হাঁটাচলার জন্য জায়গা রেখে, ছোট ছোট জায়গা রেলিং দিয়ে ঘিরে বাগান করা হয়েছে। গোটা চত্বর সুদৃশ্য আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। গার্ডেনের উল্টো দিকের ফুটপাতেই বসবে খাবারের স্টলগুলো।