বিনোদন বিভাগে ফিরে যান

মেয়ের কলমে মায়ের জীবন! সোহা লিখবেন শর্মিলা ঠাকুরের জীবনী?

February 9, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঠাকুরবাড়ির মেয়ে থেকে নবাবের ঘরণী, পাশাপাশি উত্তমকুমার থেকে রাজেশ খান্নার মতো তাবড় তারকাদের সঙ্গে অভিনয়, শর্মিলা ঠাকুরের জীবন কম বর্ণময় নয়!

ছবি সৌজন্যে: bollywoodmermaids

এবার তাঁর জীবন উঠে আসতে চলেছে বইয়ের পাতায়। মেয়ে সোহা আলি লিখতে চলেছে মা শর্মিলার জীবনী।

শর্মিলা ঠাকুর

টাইগার পতৌদি এবং শর্মিলা ঠাকুরের কন্যা, অভিনেত্রী সোহা আলি খান এখন লেখার কাজ করছেন। লেখিকা হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে ইতিমধ্যেই।

ছবি সৌজন্যে: Soha Ali Khan

এবার তিনি মায়ের জীবনী লিখতে চাইছে। মায়ের কথা মেয়ের কলমে পড়তে পাঠক আগ্রহও দেখাবেন।

শর্মিলা ঠাকুর

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মায়ের জীবনী প্রসঙ্গে সোহা বলেন, মায়ের জীবনী লিখতে তাঁর খুবই ভাল লাগবে।

সোহা আলি খান, ছবি সৌজন্যে: bollywoodmermaids

কিন্তু পাঠক পড়ার সময় মনে করতে পারেন, মেয়ে হিসেবে কি মায়ের জীবনের ধূসর দিকগুলোর কথা লিখতে পারবেন? তাই আগে মাকে নিয়ে একটা গল্প লিখতে চান সোহা।

সোহা আলি খান, ছবি সৌজন্যে: bollywoodmermaids

মায়ের ব্যক্তিত্বের প্রতি সুবিচার করতে পারব কি না, তা জানেন না বলেই জানান সোহা। মেয়ে হিসেবে মায়ের সম্পর্কে সবকিছু শেয়ার করতে পারবেন কি না, তা তাঁকে ভেবে দেখতে হবে। তবে গল্পটা তিনি বলতে চান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Soha Ali Khan, #Biography, #Sharmila Tagore

আরো দেখুন