← রাজ্য বিভাগে ফিরে যান
শীতের দাপট কি কমছে বাংলায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস বলেন, ‘আজ অর্থাৎ শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। শীতের এই আমেজ থাকবে সোমবার পর্যন্ত। তারপর সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। সামনের সপ্তাহে সরস্বতী পুজো। সে সময় খুব একটা ঠান্ডার আমেজ থাকবে না।’
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে শীতের দাপট অনেকটাই কম। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকলেও দার্জিলিং ও কালিম্পংয়ে আজ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।
পুরুলিয়া , বাঁকুড়া , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , কলকাতা, পূর্ব মেদিনীপুর , হাওড়া ,হুগলি , নদিয়া জেলায় মেঘলা আকাশ থাকবে ও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।