← কলকাতা বিভাগে ফিরে যান
এপ্রিল মাস থেকে বকেয়া সম্পত্তি করে ছাড় মিলবে না, সিদ্ধান্ত নিয়েছে KMC
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুর আইন অনুসারে ২০১৮ সাল থেকে বকেয়া সম্পত্তি করে বিপুল ছাড় দিচ্ছিল কলকাতা পুরসভা। এবার তা তুলে নওয়া হচ্ছে। গত বছর এপ্রিলে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, সেই বছর মার্চে ওয়েভার শেষ হওয়ার কথা থাকলেও তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগ সূত্রে খবর, গত চার-পাঁচ বছরে এই পদ্ধতিতে কোষাগারে ভালো পরিমাণ টাকা ঢুকলেও বকেয়ার বড় অংশ এখনও আসেনি। আশা করা হয়েছিল, এই ছাড় পেলে নাগরিকরা তাঁদের সব বকেয়া মিটিয়ে দেবেন। কিন্তু তেমন না হওয়ায় ছাড় তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বর্তমান ওয়েভার অনুযায়ী সুদের উপর ৫০ শতাংশ এবং পেনাল্টি বা জরিমানায় ৯৯ শতাংশ ছাড় মেলে। সারা বছর ধরেই এই সুবিধা পান নাগরিকরা। ঠিক হয়েছে, এপ্রিল থেকে এই ছাড় আর পাবেন না।