বিনোদন বিভাগে ফিরে যান

পাহাড়ী সান্যাল

February 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ পাহাড়ী সান্যালের মৃত্যু দিন। স্বর্ণযুগের এই চলচ্চিত্র অভিনেতা সে’সময় হয়ে উঠেছিলেন ফিল্মের অপরিহার্য অংশ। তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছিল ‘ইহুদি কি লড়কি’। পরিচালক প্রেমাঙ্কুর আতর্থী। চিত্রগ্রাহক নীতিন বসু। প্রধান চরিত্রে ছিলেন কে এল সায়গল, তিনি এবং রতন বাঈ। তিনের দশকে তিনি জনপ্রিয় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। পাহাড়ী সান্যালকে বাংলা ও হিন্দি দুই ভাষার ছবিতেই দেখা গিয়েছে। বাংলা, হিন্দি ও ইংরেজি মিলিয়ে প্রায় ১৯৭টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। দীপ জ্বেলে যাই ছবিতে তাঁর অভিনয় ভোলার নয়। ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে অভিনয়ের পাশাপাশি সত্যজিৎ, তাঁকে দিয়ে অতুলপ্রসাদের গান গাইয়েছিলেন। সত্যজিতের আরেক ছবি ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে আত্মভোলা পক্ষীবিশারদ জগদীশের ভূমিকায় পার্ট করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#death anniversary, #Pahari Sanyal, #Bengali Cinema, #actor

আরো দেখুন