Weather Update: শীতের আবহে বৃষ্টির ভ্রূকুটি, বাড়বে তাপমাত্রা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, শনিবার বাংলা জুড়েই তাপমাত্রার পারদ অনেকটা কমেছে। ভোরের দিকে অনেকটাই কনকনে ঠাণ্ডা টের পাওয়া গিয়েছে। তবে এই শীত ক্ষণস্থায়ী। বিদায়ের আগে হাতে গোনা কয়েকদিন মাঘের শেষ শীত থাকবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। চারদিন পর আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। সরস্বতী পুজোর দিনও আবহাওয়া শুষ্ক, রোদ ঝলমলে থাকবে বলেই পূর্বাভাস। তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়লে বেশ গরম থাকবে। রাতের দিকে ঠান্ডা থাকতে পারে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু’দিনের পর থেকে ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। আগামী ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকলেও ৩ জেলায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলা- পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। এই ৩ জেলার কোনও কোনও জায়গায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাকি জেলাগুলি শুষ্কই থাকবে।
কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। রোদ ঝলমলে দিন থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্ব নিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।
মৌসম ভবন সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিঙে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া, হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে। বাকি জেলাগুলি আপাতত শুষ্ক থাকবে। আপাতত আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ২ দিন পর তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আপাতত ২ দিন তাপমাত্রা কমই থাকবে। পরবর্তী দু’দিনে রাজ্যের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি চড়তে পারে পারদ।