কর্ণাটকের হাসপাতালে রিল বানাতে গিয়ে শাস্তি ৩৮ জন জুনিয়র ডাক্তারের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাসপাতালে সোশ্যাল মিডিয়ার জন্য রিল ভিডিও বানিয়ে বিপাকে একদল জুনিয়র চিকিৎসক।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। রিল ভিডিওতে দেখা যায় হাসপাতালের করিডরে ইউনিফর্ম পরেই হিন্দি ও কন্নড় গানের তালে নাচছেন তারা। বেড সরানোর সময় রিপোর্ট ও স্যালাইনের বোতল নিয়ে ফুর্তি করতে দেখা যাচ্ছে। গাদাগের সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা ওই সব রিল ইনস্টাগ্রামে পোস্ট করেন। শুরু হয় বিতর্ক। তীব্র বিতর্কের জেরে শাস্তির মুখে পড়তে হল ৩৮ জন জুনিয়র চিকিৎসককে। অভিযুক্ত পড়ুয়ারা দাবি করেছে প্রি-গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের জন্য রিল বানিয়েছিলেন তাঁরা।
প্রতিষ্ঠানের ডিরেক্টর ডাঃ বাসবরাজ বোম্মানহালি জানান, ‘ওই ডাক্তারি পড়ুয়ারা বড়সড় ভুল করেছে। রোগীদের জন্য কোনওরকম সমস্যা না করে তাঁরা এসব হাসপাতাল চত্বরের বাইরে করলেই পারতেন। হাসপাতালে এমন কাজের অনুমতি আমরা দিই না। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ২০ দিনের মধ্যে তাঁদের হাউসম্যানশিপ শেষ হওয়ার কথা ছিল। তার মেয়াদ আরও বাড়ানো হয়েছে।’