রাজ্য বিভাগে ফিরে যান

বাম আমলে পরিবহণ দপ্তরে ৬৪৫ কোটি টাকার দুর্নীতি? পদক্ষেপের নির্দেশ PAC-র

February 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাম আমলে পরিবহণ দপ্তরে বিপুল পরিমাণ দুর্নীতির হদিশ মিলেছে ক্যাগ রিপোর্টে।
এবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি পদক্ষেপ করার জন্য সুপারিশ করেছে। ২০০৯-১০ সালের ক্যাগ রিপোর্ট অনুযায়ী, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অসংখ্য অনিয়ম হয়। গাড়ির কর বাবদ রাজ্যের প্রাপ্য বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়নি। ক্যাগের তথ্য বলছে, ২ লক্ষ ৯০ হাজার গাড়ি থেকে ৬৪৫ কোটি ১৭ লক্ষ টাকা কর আদায় করাই হয়নি।

এর মধ্যে প্রায় চল্লিশ হাজার গাড়ি অন্তত ৩০ বছরের পুরনো। রিপোর্ট অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী গাড়ি থেকে কর বাবদ ৪০৫ কোটি টাকা আদায় হয়নি। এই বিপুল পরিমাণ অর্থ অনাদায়ী থাকায় প্রশ্ন তুলেছে পিএসি। রাজ্য যে’সব দপ্তর থেকে বেশি পরিমাণে রাজস্ব আদায় করে, তার মধ্যে পরিবহণ দপ্তর অন্যতম। কর খেলাপি গাড়ির মালিকদের নোটিস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কর অনাদায়ী থাকলে মোটরযান আইনের ১২ ধারায় সংশ্লিষ্ট গাড়ির পারমিট বাতিল করার সুপারিশও করা হয়েছে। আরটিও অফিসগুলিকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার সুপারিশ করেছে পিএসি।

TwitterFacebookWhatsAppEmailShare

#PAC, #transport dept, #left rule, #Cpim

আরো দেখুন